About Bangabandhu Government College
"নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীর কোল ঘেঁষে স্থাপিত বঙ্গবন্ধু সরকারি কলেজ। ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। মোঃ মতিয়ার রহমান চৌধুরী, কুদ্দুস মোল্লা এবং এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ""বঙ্গবন্ধু কলেজ"" নামে প্রাথমিক যাত্রা শুরু হয়। মোঃ মতিয়ার রহমান চৌধুরী এই কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা এবং কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুদ্দুস মোল্লা কলেজ প্রতিষ্ঠার জন্য ১৩২.৫ শতাংশ পরিমান জমি কলেজকে দান করেন। তবে সেই সময়ে বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠান স্থাপনের জন্য শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত অনুমতির দরকার ছিল এবং সেই সময়ে কোন একটি কারণে অনুমতি পাওয়া যায় নাই। তাই, ১৯৭৩ সালে কলেজটির নাম ""বঙ্গবন্ধু কলেজ"" থেকে পরিবর্তন করে এলাকার নাম অনুসারে “বদলগাছী কলেজ” রাখা হয়। ১৯৮৭ সালের শেষের দিকে কলেজটিকে সরকারি আত্তীকরণ করা হয় এবং নাম পরিবর্তন করে ""বদলগাছী সরকারি কলেজ"" নামকরণ করা হয়। তদানিন্তন ৪৮, নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ড. মোঃ আকরাম হোসেন চৌধুরীর প্রচেষ্ঠায় এবং বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদনক্রমে পুনরায় ২০১৪ সালের ০৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটির পূর্বের নাম “বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়” প্রতিস্থাপন করা হয়। বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী(পাস), স্নাতক(পাস) ও স্নাতক(সম্মান) কোর্স এবং রাজশাহী শিক্ষা বোর্ডের
অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স চালু আছে। "